তোমাকে ভালোবাসি মানে
তোমার সবকিছুকেই ভালোবাসি।
তোমাকে ভালোবাসি মানে
তোমার ব্যস্ততাকেও ভালোবাসি।
তোমার ইচ্ছেকে- তোমার স্বপ্নগুলোকে
আমি ভীষণ ভালোবাসি।
তোমার ক্লান্ত শরীর নির্ঘুম চোখ
এ-সব কিছুকেও বড্ড ভালোবাসি।
যতটা দেখেছো মোহনায়
নদী সাগরের ভালোবাসা,
তার চেয়ে অনেক গুণ বেশি
আমি তোমায় ভালোবাসি।