তোমার চোখে চেয়ে
আমি পাড়ি দেব সহস্র গঙ্গা
পাড়ি দেব মহাসাগরের অতল জলরাশি
কিংবা ভেসে যাব অনন্ত নরকে
শুধুই তোমার চোখে চেয়ে।
ধরো যদি আমার হাত
পাড়ি দেব সুউচ্চ হিমালয় কিংবা
হেঁটেই পাড়ি দেব
বরফ ঢাকা আল্পস পর্বত আর
তপ্ত রোদে কালাহারি মরুভূমি।
যদি দাও মন
বিনিময়ে বিলিয়ে দেব
এ জীবন, যৌবন,
হেটে যাব গ্রামের মেটোপথে
শিশিরে ভেজা ঘাসের উপর
আঁচল ভরে কুড়িয়ে নেব
ভেজা বকুল।
শাপলার বিলে ভেসে যাব
রঙিন নৌকায়
পায়ের পাতায় লুঠাবে লুকোচুরি ঢেউ
স্বপ্নের সাগরে যাব হারিয়ে
শুধুই তোমার চোখে চেয়ে।