কী খবর কেমন আছো জানতে চায় সে,
ম্লান হেসে বলি তাকে- সবকিছু ঠিক আছে,
কতদিন বয়ে যায়, কেটে গেল কত সুখ-দুঃখের পরিধি,
হয়তো আছি কোথাও মনের কোণে হয়ে প্রতিনিধি,

শুভ্র আকাশ মনের উচ্ছ্বাস নেই তার বিকল্প,
তুমি তার কে তোমার -এমনি রচিত ছোটগল্প,
তুমি কি জানো কতটা আগলে রাখে সে তোমায়,
ছোটখাটো ভুল ত্রুটি মার্জনার মাঝে তুমিই হৃদয়ের একান্ত কামনায়

চারদিকে অন্ধকার পথচলা এখনো অনেক দূর,
একটু হাতের পরশে সে পাড়ি দিতে পারে গভীর জলের সমুদ্দুর,
কান পেতে ওই পায়ের আওয়াজ শুনতে কি পাই,
কিছু তে মন বসে না আমার ইচ্ছেগুলো তোমাকেই চাই

জানা অজানা প্রশ্নের ভিড়ে খুঁজে বেড়ায় সুখের নীড়,
আনমনে গড়ে যায় মনের দুয়ারে কাঁটাতারের প্রাচীর,
দিশেহারা হয়ে চঞ্চল হরিণী প্রকৃতির রূপে আজ বন্য,
ভালোবাসায় সিক্ত উন্মাদনা তার হয়তো তোমারি জন্য

উদাসীন হয়ে চেয়ে থাকা সুদূর অতীতের আলাপন,
অবগাহনে মিশে একাকার প্রেয়সীর প্রিয়জন,
ভালোবাসি ভালোবাসি ভীষণ ভালোবাসি
তোমাকেই আমার ভীষণ প্রয়োজন।