Site icon Shaili Tv

তোমার হাতে হাত রেখে / লিপি বড়ুয়া

তোমার হবে যখন সত্তর আশি বয়স
তখনো আমি এমনই ভালোবেসে যাব।
তোমার হাতের লাঠি হবো
তোমার কুঁচকে যাওয়া চামড়ার ভাঁজে ভাঁজে
আলতো আদরে দেবো ভরিয়ে।
তোমার সাদা চুলে কালো মেঘের ছোঁয়া দেবো
তোমার বৃদ্ধ বয়সে ছায়া হবো।

কথাগুলো কি অদ্ভুত মায়ায় বাঁধে
তুমি এমন করে যখন ভাবো আমায় নিয়ে
আনন্দে আমার চোখ উঠে ভিজে।
চুপচাপ ভাবি, এমন করে ও কি ভালোবাসা যায়?
সব ভালোবাসা কি এমনি দ্যুতি ছড়ায়?
হয়তো হ্যাঁ কিংবা না।
তুমি তোমার চেয়েও মহান
তোমার চেয়ে ও সত্যি তোমার প্রেম।

তোমার প্রেমে খুঁজে পাই কর্তব্যের আকুলতা
তোমার জন্য মনে জাগে কৃতজ্ঞতা।
প্রেম শুধু কথার জালে বাক্সবন্দী না থাকুক
বিশ্বাসের এমন অদম্য সাহসে ভাসুক।
ভালোবাসা শ্রদ্ধা মিশে যাক নতুন স্রোতে
স্বপ্নেরা পাখা মেলুক আলোর পথে।
বেঁচে থাকা হোক তোমার হাতে হাত রেখে
চাই না কোথাও যেতে এমন প্রেম থেকে।

Exit mobile version