Site icon Shaili Tv

দমকা হাওয়া / জেসমীন জেসী

ভেবেছিলাম দমকা হাওয়া
প্রচণ্ড বেগে হঠাৎ এসে,
তোলপাড় করে তনুমনে
শীতলতায় ভরিয়ে দিয়ে
হারিয়ে যাবে সুদূরপানে।

সেই আবেশে সিক্ত হয়ে
মনের লাটাই ছুটবে শুধু
দূরের ঐ অন্তরীক্ষে।

ভেবেছিলাম শুক্লপক্ষের উথাল জোয়ার
তোড়জোড়ে কূলে কূলে,
আছড়ে পড়ে মিলিয়ে যাবে
একপলকে এক নিমিষেই।

সেই ফেনিলের সফেদ ঢেউয়ে
মন ভিজবে শিরশিরিয়ে,
পাড়ি জমবে হাজার বর্ষে।

সফেদ ঢেউয়ের আছড়ে পড়া আর
দমকা হাওয়ার শীতলতা,
আঘাত ক্ষতের চিহ্ন রেখে
যন্ত্রণারই বীজ বুনিয়ে,
ছড়িয়ে দিলো স্বপ্ন মোহে।

Exit mobile version