দুঃখ পুষে রাখি আমি দুঃখ পুষে রাখি
দুখের সাথে খুব সহজে দিনরাত্রি থাকি।

সে না এসে, দুঃখ এসে, কড়া নাড়ে রোজ
সে কি শুধু দুঃখ ছিলো! বুঝি না অবুঝ!

দুঃখ ঘরে বসে আছে, কোন সে কারিগর
কথায় কথায় ভাঙে কেবল সুখ স্বপ্ন ঘর।

দুঃখ পুষে রাখি আমি দুঃখ পুষে রাখি
কথায় কথায় দুঃখ বিলাস দুঃখকে তাই ডাকি।

দুঃখ বাজি রাখি আমি দুঃখকে বেশ জানি
সিন্ধু নদী পাড়ি দিয়ে দুঃখ ডেকে আনি।