১. ভালোবাসার রঙ

ভালোবাসা ঠিক ষড়ঋতু
নানান রঙে আসে
গ্রীষ্ম রূপে খরায় পুড়ে
শ্রাবণ রঙে ভাসে।

ফাল্গুনী রঙ প্রেমটা রাঙায়
মাঘের মেঘে ঝড়ে,
বসন্ত তার রঙ ফিরিয়ে
সবুজ রঙে ভরে।

শান্ত কভু শ্রান্ত জীবন
হেমন্তের এই রূপ
বিশ্বাস এরই সাদা রঙটা
শরৎ মিলে খুব।

জীবন চিত্র অন্য সূত্র
থাকে না ঋতু ঘিরে,
বলছে কবি প্রেমের রঙটা
আর আসে না ফিরে।

২. তোমার সমীপে

প্রিয় রাজশ্রী,
দেখছেন কি দেশের শ্রী?
বিষন্ন বিশ্ব নির্মম ত্রাসে,
দেশ চলে কোন পথ ধরি?

নিয়ম বাধঁছে অনিয়মে
কি সব হচ্ছে দেশে?
আসছে ধেয়ে সর্বনাশা
কঠিন সর্বনেশে।

শ্বশানের বুক তপ্ত হচ্ছে
কবর করছে পণ,
অকারণে থামবে শত
প্রাণের স্পন্দন।

দুইয়ের কৌটা ছাড়িয়ে দিবো
তিনের ঘরে পা!
জেগে উঠুন রাজ লক্ষী
সময় সহায় না।

উদ্ধেগ,ভয়ে ভীরু-চিত্ত
ভাঙছে মনোরথ ,
মরণ বাঁশি সুর তুলেছে
লুকোবের নেই পথ।

সর্বনাশের করাল গ্রাসে
কোন সে অস্ত্র ধরি?
শ্রেষ্ঠ পিতার রঙে ভাসাও
প্রাণের বঙ্গ তরী।