রঙের বিন্যাসে ভালোবাসার তরঙ্গ দোল দেবে
এমনটি দেখবার ছিল
দেখতে পেলাম রঙের জমিনে
মাকাল ফলের বেসামাল খবরদারি
চিত্রকরের উন্মাদনা গিলে খায়।
বিস্তীর্ণ পথ জেনে বুনো তামাশার মধ্যেও
পায়ে পায়ে বিছালাম বরফের মন
কিছুদূর গিয়ে হোঁচট খেলাম দাপুটে কুয়াশার সাথে
দাঁড়িয়ে দেখলাম শুধু কুয়াশার চোখ ঠিকরে
বেরিয়ে আসছে পোড় খাওয়া চৌচির প্রাণ
বিপন্ন ঘেরাটোপে ঝরাপাতার আহাজারি
স্বপ্ন ভাঙার কর্কশ সুরে নক্ষত্রের পতন
বিপ্রতীপে দেখি প্রতারক মেঘেদের উন্মাদনা
বিশুদ্ধ ঢেকে রাখার অশুদ্ধ হুংকার
বক্ররেখার বাঁকে বাঁকে সরলরেখার হারিয়ে যাওয়া
দেখিনি কেবল বেঁচে থাকার সুবিন্যস্ত হইচই
মায়াবী চাদর টানা স্নিগ্ধ প্রহর
দিগন্তের দোল খাওয়া সবুজ রাঙা মন
জোছনার মুকুট পরা অপ্সরা কোনো
বরং দেখার আকণ্ঠ আকুতি ছিল
রঙের বিন্যাসে নিজেকে ডালপালাময় করার
লতাপাতাময় ফলন্ত বৈভব কুড়াবার।
হাজার ভালবাসার পাল উড়িয়ে দিতে
ভোরের মোহনায় স্বপ্নের অংকুর ছড়াতে
অনন্তের বসন্ত তৃষ্ণায় নিষ্প্রতিভ
দাঁড়িয়ে আছি আমরা দুপুর গোঙানি বৃক্ষ।