Site icon Shaili Tv

দেয়াল / পারভীন রব্বানী

দেয়ালের ওপারে আছ তুমি।
কান পেতে রই,
দেয়ালের ওপারে দেয়াল –
কতটা অপলক প্রতীক্ষায়
শুনতে চাই এতটুকু কথা।
আর কতকাল, আর কতটা জীবন
আমি রয়ে যাব দেয়ালের এপারে?
কতটা দ্বিধায় আমার হৃদয়ের ক্ষরণ
কতটা ব্যথায় আমার তৃষিত নয়ন
তুমি কি তা জান?
কতটা ক্ষয় আর অভিমানে নীল আমি
নির্বাক, নিশ্চুপ এই আঁধার রাতে?

আর কতটা জীবন ধরে
বেলা অবেলায় জলতরঙ্গের সুর,
নি:সঙ্গতার জলাশয়ে তুলবে ঢেউ?
আর কতটা জীবন ধরে
নৈশব্দের চাদরে আমার
সীমাহীন অপূর্ণতা ছটফট করবে?

জানি, কোন একদিন
হাতুড়ি আর শাবলের আঘাতে ছিন্ন ভিন্ন
হবে শ্যাওলা পড়া পলেস্তারা আর ইটের গাঁথন
দেয়ালে ল্যাপ্টে থাকা মহাকালের
অন্তর্ভেদী আর্তনাদ মিলে যাবে হৃদয়ে হৃদয়ে।

Exit mobile version