দোষ খুঁজতে ভীষণ তাড়া
মুখস্থ ঠিক নামতা,
নিজের বেলায় সাধু সাজে
মুখে আমতা আমতা।

পরের বেলায় সেরা বিচারক
নিজের বেলায় দরবেশ,
দুয়ে দুয়ে পাঁচ মেলাতেই
জীবন করল তার শেষ।

ভদ্র সাজে মুখে মিষ্টি
অন্তরেতে বিষ,
নামতা জুড়ে ভুলেভালে
দশকে করল বিশ।

একটু বাড়াই চায়ের চিনি
মন্দ হবে না,
দোষ দেবে ঠিক কার মাথায়
শূন্য চিনে না।

বাড়বে যে ভীড়, লোকসমাগম
রসালো গল্পে ভরা,
ছাতা মাথায় বলবে তবু
ভীষণ রোদের খরা।

কেউ বলবে গল্প কথা
দোষের হাঁড়ি নিয়ে,
কেউ বলবে চলছে টা কী?
যাই না একটু গিয়ে।

ওমা! এই তো দেখি মজার গল্প
ভীষণ ইন্টারএসটিং,
জানাতে হবে সবাইকে জলদি
মোবাইলে করল রিং।

অমুক সমুক সবাইকে বলল
জানিস, তার কত দোষ?
আমারা সবাই সাধু বাবা
ভদ্র নন্দ ঘোষ।