একটা চিৎকার উগরে দেয়ার জন্য
কিছুটা সময় পাহাড়ে যেতে চাই
এ সমস্ত ভাগার ফেলার জায়গা নেই
মনুষ্য সমাজে।
এ নাগরিক উঠোনে কেউ কারো নয়।
কেবল পাহাড়ই পারে এর ওজন বইতে
সমস্ত অপমানের, দুঃখের, বঞ্চনার
অথবা একাকীত্বের তীব্র যন্ত্রণা
পাহাড়ের বুক থেকে বুকে
ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে একসময়
সুরেলা বাতাস হয়ে যায়।
কান পাতলেই আপনি সে ধ্বনি অনায়াসে শুনতে পাবেন
শুনি, মানুষ নাকি সামাজিক জীব!
অথচ প্রতিটি মানুষ বুকে কী এক নিঃসঙ্গ দ্বীপ
বয়ে বেড়ায়।