Site icon Shaili Tv

দ্রোহী / গৌরী প্রভা দাশ

আমি তো সেই চিরদিনের
নারী নামে সবার চেনা,
মনকে আমার খুব করে তাই
মন দিয়ে আর হয়নি শোনা।

কেমন করে লুকাই ব্যথা
হাসি অমন মধুর করে,
কষ্টগুলো পাশে রেখে
স্বপ্ন আঁকি দু’চোখ ভরে।

কোন্ সে ভোরে উঠছি জেগে
আবছা-আঁধার সঙ্গী করে,
পরকে আপন করতে আমার
চেষ্টা থাকে বুকের ঘরে।

হঠাৎ হঠাৎ মনের কোণে
একটা ছোট্ট প্রশ্ন জাগে-
সবার ভালো দেখতে গিয়ে
রইলো কিছু নিজের ভাগে?

ছক বাঁধা ঐ রুটিন থেকে
ভাবছি এবার ছুটি নেবো,
নিষেধ বাঁধার শেকল ছিঁড়ে
মনকে হাওয়ায় ভাসতে দেবো।

নিজের যোগ্য পাওনাটুকু
ক’জন মেয়ের ভাগ্যে মেলে ?
পাওয়ার খাতা শূন্য দেখে
হঠাৎ করে দ্রোহী হলে –

খুব কি সবাই অবাক হবে
নিয়ম ভাঙ্গার গল্প শুনে!
থাকবে পাশে? সুখে দুখে
আপন করে দোষেগুনে।

Exit mobile version