পদ্মা-মেঘনা-যমুনা ঘেরা
নদীমাতৃক দেশ,
গাছগাছালি আর পাহাড়ের সুন্দরে
শ্যামল সবুজ প্রাণের বাংলাদেশ।
ধরিত্রীজুড়ে অদৃশ্য জীবাণু করছে অগাধ বিচরণ!
হিংস্রতায় উঠেছে মেতে!
বিনিসুঁতোর মালা গেঁথেই যাচ্ছে জীবাণু
অদৃশ্য যাতায়াতে।

ধরিত্রীজুড়ে খরচবিহীন আলো বাতাস
বিধাতার দেয়া উপহার !
বক্ষদেশে অস্থিরতার কালো ধোঁয়ায়
জীবন দুর্বিসহ যন্ত্রণার,
অদৃশ্য জীবাণুর মহা তাণ্ডবে
শত স্বপ্নে নেমে আসছে অসীম আঁধার।

একদিন হয়ত অদৃশ্য ছোঁবল
ধরিত্রী যাবে ছেড়ে ,
সবুজ সুন্দর প্রাণের বাংলাকেও
যাবে ছেড়ে ,
উচ্ছেদ-উৎখাত নয় তার কাজ !
জীবাণু হার মানবে !
হার মানবেই ।

শান্তির রবি উঠবে পুবাকাশে
বিভিষীকা নিবে বিদায়,
রূপালী চাঁদের আদরমাখা হাসিতে
সুখ ছোঁয়া নিবে ধরিত্রী!
সুভাষিত আল্পনায় সাজবে জীবনের খেলাঘর !
বিভিষীকা নিবে বিদায়।
নিবে বিদায়।

জীবাণুর গাঁথা বিনিসুঁতোর মালা ছিঁড়ে যাবে জানি একদিন!
ধরিত্রী হবে শঙ্কামুক্ত!
সময়ের ভাঁজে ভাঁজে চলে যাওয়া মূল্যবান
সময়গুলো পোড়াবে হৃদয়,
তবুও যাক চলে যাক অদৃশ্য মরণ ছোবল !
শ্যামল সবুজ দেশটি ছেড়ে,
সুন্দর ধরিত্রী ছেড়ে,
অজানা অচেনা কোন প্রাণহীন প্রান্তরে!
প্রাণহীন প্রান্তরে।