পুঁতি গন্ধময় পৃথিবী, কী ভীষণ!
স্তুপ হয়ে আছে পচা আবর্জনা স্থলে স্থলে।
পক্ষল মাছিরা সব উড়ছে ভনভন
অবাঞ্ছিত শাখা কণ্টকময়,
যাত্রাপথে পথ আগলে দাঁড়ায়
ঝরা হলুদ বৃক্ষপাতার মলিন চলার পথ।

ধুলো মাটির ভীষণ নোংরা জীবন!
এই মুহূর্তে চাই প্রচণ্ড ঝড়।

ভাঙে যদি ভাঙুক ঘর,
প্রচণ্ড ঝড় দুমড়ে দেবে অবাঞ্ছিত শাখা।
উড়িয়ে নেবে হলুদপাতা,
আবর্জনা পুঁথিগন্ধ মাখা।

ভাঙা ঘর বাঁধবো নতুন করে,
তবুও চাই প্রচণ্ড ঝড়,
নতুন জীবনের জন্যে।