Site icon Shaili Tv

নদীটা আমার / রায়হানা হাসিব

বছর কয়েক আগে এক ভূকম্পনে
আমার ভালোবাসার নদীটা যেন
পথ হারিয়েছে।
শুষ্ক রুক্ষ নদীতে চরা পড়েছে।
ছিলো প্র্র্রমত্তা পদ্মার মত ভালোবাসার
নদীটা আমার,
নির্বান্ধব আজ—
শিবকন্ঠ মেঘের পানে চেয়ে চেয়ে
ব্যাকুল হয়ে উঠে যক্ষপ্রিয়ার মত—
নদীটা আমার।
সুদূরের মেঘ হয় দূরতম
যখন বিবাহ বার্ষিকী ২০তম !
নদী আমার তবু রোমাঞ্চিত হয়
নীচৈঃ পর্বতের প্রষ্পুটিত কদম তরুর মত
যদিও শুষ্ক নদীর বুকের গভীরে রক্তাক্ত ক্ষত।
কী এমন ক্ষতি হতো
যদি আর একটু সময় পেতাম—
কত যে ভালোবাসতাম
কারনে অকারনে কাছে আসতাম!
ভালোবাসার পক্ষে মাত্র বিশ বছর
সময় স্বল্পতম।
যখন বিবাহ বার্ষিকী ২০তম৷
জীবন গিয়েছে চলে আমাদের
কুড়ি কুড়ি বছরের পার
তখন হঠাৎ যদি মেঠোপথে দেখি
আমি তোমারে আবার;
চোখের পাতার মত চুপিসারে নেমে আসা সন্ধ্যায়,
তোমার বনলতাসেন আজো বসে হায়—
কুড়ি কুড়ি বছরের পর সেই কুয়াশায়
পাই যদি হঠাৎ আমি হারানো তোমায়৷!

Exit mobile version