বাড়ি সাহিত্য কবিতা নারী তুমি শামুক / সোমা মুৎসুদ্দী কবিতাচট্টগ্রামদেশনারীশিরোনামসাহিত্য নারী তুমি শামুক / সোমা মুৎসুদ্দী সোমা মুৎসুদ্দী প্রকাশিত : মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ 355 নারী তুমি শামুক, ঠোঁটের উষ্ণতাকে ভয় পেয়ে গুটিয়ে রাখো নিজেকে কলঙ্কের দাগ লাগবে বলে তোমার চারপাশে তুলে রাখো খোলসের শক্ত দেয়াল। বেরিয়ে এসো হাতে হাত ধরে ঠোঁট রাখো বিশ্বাসের ঠোঁটে আহবান করো ভবিষ্যতের তুলতুলে স্বপ্নময় একজোড়া ঠোঁট। সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো আজিজ রাহমান, ইসমাইল জসীম ও কানিজ ফাতেমার কিশোর কবিতা / আহমেদ মাওলা শিশির / বাসুদেব খাস্তগীর অবচেতন মনে / লিপি বড়ুয়া