একসাথে হাটঁতে চেয়েছিলাম
সবুজ, নরম
ঘাসের গালিচায়।
শিশিরের স্রোতে ভাসা জলে,
অনন্য আকাশের দূর
সীমানায় —-
একসাথে হাঁটতে চেয়েছিলাম
তারাভরা জ্যোৎস্নার
মোমগলা জলে পা ডুবিয়ে —
দেখতে চেয়েছিলাম
টকটকে লাল আবীরে রাঙা
সূযার্স্ত, সূর্যোদয় ।
দেখতে চেয়েছিলাম
শরতের নীল আকাশে
কিভাবে ভেসে যায়
সাদা মেঘ
আর ঝাঁক ঝাঁক নীলকন্ঠ পাখি।
বুকের ভিতর সুগন্ধি
রুমাল রেখে ভালোবাসা
চেয়েছিলাম,
মমতাজ হতে চেয়েছিলাম
শাহজাহানের।
কিছুই হতে পারিনি আমি
দু’হাত ভরেছে শূন্যতায়
না, মানুষ হয়েই আছি বেঁচে
এই পৃথিবীর রঙ্গশালায়।।