ব্যস্ত দিন শেষে নিজেকে খোঁজার চেষ্টা
সঙ্গী হয় নিস্তব্ধ রাত।
এক ফালি আলো যেন
উঁকি দিয়ে যায়
অদ্ভুত মায়ায়।
ভালোবাসার তানপুরায় আজ সুর নেই
মনের আকাশে রংহীন ধূসরতা।
হাসনাহেনা ফুলগুলো
কেমন নেতিয়ে পড়েছে সুবাস বিহীন
আকাশের সুখ তারা কেমন নিভু নিভু
থেকে থেকে বিদ্যুৎ চমকে উঠছে
যেন আকাশ ভেঙে ঝমঝম বৃষ্টি নামবে
মনটা আজ বড় উচাটন।
বহুদিন পর ফোনের ওপাশ থেকে চেনা কন্ঠস্বর
কেমন আছ নন্দিনী?
তোমাকে বড় দেখতে ইচ্ছে হয়।
হুট করে কেটে গেল
আর কিছু কি বলতে চেয়েছিলে? কি জানি
আমি শুনতে চাই নি।
অসহ্য লাগে তোমার এমন অতি আলাপন
তুমিই তো স্বার্থপরের মতো দূরে চলে গেছ।
গুমরে গুমরে কেঁদে ওঠে মন
ভারী হয়ে আসে বুক
শত চেষ্টা করেও
তোমাকে ভুলে যাওয়া হয় না আমার।
কেবলি সীমাহীন কষ্ট ঘিরে দাঁড়িয়ে থাকি
জীবনের শূন্য ফ্ল্যাটফর্মে।