Site icon Shaili Tv

নীল প্রজাপতি / মল্লিকা বড়ুয়া

বেঁচে থাকা মানেই বুঝি ভেসে থাকা
ডুবে যাওয়া নয়!
চলো একবার ডুবে যাই স্মৃতির অতলে
খুঁজে ফিরি সেই মুক্তোগুলো
হারিয়ে ছিল যা তোমার
আমার অবহেলায়।
বেঁচে থাকা মানেই তো ফিরে পাওয়া
সেসব দিন
যেখানে আনন্দ ছিল সীমাহীন
আর বেদনার ছিল ছুটি,
সারাদিন সারাক্ষণ
হাসি আর গানে গানে
জীবন শুধুই যে রঙিন।
বেঁচে থাকা মানেই তো বদলে যাওয়া
ভেসে যাওয়া নরম স্রোতে,
যেখানে চাঁদের আলোয়
রোমন্থনে স্মৃতির ভেলায়
কড়া নাড়ে নীল প্রজাপতি।।

Exit mobile version