Site icon Shaili Tv

পঞ্চত্ব প্রাপ্তি / তারিফা হায়দার

একদিন পৃথিবী সুস্থ হবে
সকল জরা থেমে যাবে
ঘাসের সবুজে জীবন হাসবে
কান্নার রোল থেমে যাবে
জীবাণুরা হেরে যাবে
মৃত্যু পরাজিত হবে।

রক্তাক্ত হৃদয়ের ক্ষতে মলম লাগাতে লাগাতে
তুমিও শান্ত হবে
শত কষ্টের দাগ মুছে যাবে
অভিমান নয় অভিযোগ নয়
ভালোবাসার অধিকারে কাছে আসতে চাইবে
হাতে নিয়ে গোলাপ কিংবা রজনীগন্ধা,
হয়তো সেই দিন আমিই থাকবো না।

তুমি জানতেও পারবে না
হাজার মানুষের মৃত্যুর মিছিলে একদিন আমিও মিশে যাবো।
কোন পত্রিকার শিরোনাম হবো না
কারো কষ্টের কারণ হতে চাই না
নীরবেই পাড়ি দেবো অচেনা ভুবনে।

শুধু কষ্টগুলো রেখে যাবো ভোরের শিশিরের বুকে
মেঘের খাতায়, পথের ধুলোয়।
তুমি জেনে নিও ইচ্ছে হলে
কতখানি প্রবঞ্চনা করেছিলে অবেলায় প্রেমের নামে।
চলে যাবো প্রচণ্ড আত্ম অভিমানে অখণ্ড একাকিত্ব কে সাথী করে।

Exit mobile version