কারো চলে যাওয়াতে না সময় থেমে থাকছে না শ্বাস
তবে কেন প্রতীক্ষা তোমার
এই যে জনম জনমের অভীষ্ট সূর্য বন্ধন
আসলে কিচ্ছু না
ঠোঁটের ওপর আজন্ম জমিয়ে রাখা তৃষ্ণার ভিতর
জীবনের দীর্ঘশ্বাসটাই প্রকট এমন ক্ষেত্রে
ছেড়ে আসো ছারপোকার জীবন।
জানি হৃদয়টুকু ছাড়া তোমার আর কিছু নেই
সময় সাগরে নিমজ্জিত হয়ে কতোইতো দিলে,
জলের নিচে ডুব দিলে ঠিক্, ঘাটে ফেরা হলো না।
চেয়েছো যাদের বুকে নাম লিখতে তারা ঝরে গেছে ছিন্নপত্রসম।
যদি মনে করো সময় ফুরিয়ে গেছে
তবুও ঘরের বাতিটা নিভিয়ে দিয়ে
খোলা আকাশের নিচে এসো
একবার বুক ভরে টেনে নাও বায়ু।
সমুদ্দুরের পাশে দাঁড়াও
আভরণ খুলে দাও ভিতরে বাহিরে
উঁচুতে দাঁড়িয়ে চিৎকার করে দেখ
কেবল তোমাকে তুমি শুনবে।
তোমার যে দিশা ছিলো সাগরের পানে
এখন সে পথ বেঁকে গেছে মহাসাগরের দিকে।
বুকের ভিতরটা ধুয়ে নাও
বাতাসে ভাসিয়ে দাও ক্ষত দীর্ঘশ্বাস
মৃতকোষগুলো থেকে আবারও বৃক্ষ জন্ম নেবে
অরণ্য পাখির কাকলীতে ভরে উঠবে এটাই প্রকৃত।
যে একবার বিশ্বাস ভেঙে যায় তাকে ছেড়ে দাও
পথের কি শেষ আছে, তুমি চললেই পথের সৃষ্টি হবে
আর সে পথটি একান্ত তোমার হবে।