Site icon Shaili Tv

পরীর ঈদের জামা / জায়তুন্নেছা জেবু

মা বাবার একমাত্র আদরের মেয়ে পরী। পাঁচদিন পরে ঈদ। অনেক বায়না পরীর।এবারের ঈদের জামা পরীর পছন্দে নিতেই হবে। তাই মেয়েকে নিয়ে বাবা মা মার্কেটে গেল। মার্কেটের এত এত জামা দেখে পরী ভাবছে কোনটা নিবে।।কয়েক দোকান ঘুরে পরীর জামা পছন্দ হলো। জামার রং ছিল হলুূূূদ।কিন্তু বাবা মা জামাটা তেমন পছন্দ করেনি। তবে কি আর করা একমাত্র মেয়ে বলে কথা।
জামা প্যাকেট করা হলো। বাবা টাকা দিল। তখন মেয়ে বাবাকে বলছে
আচ্ছা আব্বু জামাটা তোমার পছন্দ হলো। বাবা একটু মিষ্টি হাসি দিয়ে বলল, আমার কলিজার টুকরা মা মনি খুব সুন্দর
জামা।তোমাকে বেশ মানাবে।জামার সাথে মিলিয়ে হলুদ চুড়ি, মাথার ব্যান্ড, একজোড়া টপ কানের দুল ও একটি আংটি নিলো। জুতা নিল একজোড়া সাদা ও হলুদ রঙ্গের। পরী বেজায় খুশি। মা বাবা আরেকটি হালকা আকাশীর মাঝে লাল মিশ্রিত একটি ফ্রক নিলো।
বাসায় এসে মাকে বলল মা আমার জামাটা তোমার পছন্দ হলো মা বলল তোমার পছন্দ আছে
জামাটা পড়লে তোমাকে খুব সুন্দর লাগবে। পরী মাকে জড়িয়ে ধরে চুমাতে লাগল। আর বলল তুমি আমার সেরা মা। লক্ষী মা। মা তুমি অনেক ভালো মা। আসলে অনেক সময় বাবা মা’কে সন্তানের খুশির জন্য, সন্তানের পছন্দ কে মূল্য দিতে হয়। তাই সন্তানের পছন্দকে মূল্য দিয়ে আমরা আমাদের সন্তানকে সঠিক জিনিস, সঠিক পথকে প্রশস্ত করি। ঈদ বয়ে আনুক পরীর জন্য অনাবিল হাসি, আনন্দময় খুশির জোয়ার।

Exit mobile version