Site icon Shaili Tv

পান্না আহমেদ-এর কবিতা

১. জীবনের গানগুলো

কিছু গান তুমি গেয়েছিলে
কিছু গান আমি।
কিছু তার সুরে ছিলো বাঁধা
কিছু তার বেসুরো কঠিন।
কিছু কথা তোমার ছিলো কবিতার মতো
কিছু কথা যেন মরণের বান।
আমারও ললিত ছন্দে
অকারণে বেহাগের তান।
কিছু কিছু ক্ষণ ছিলো আকাশের মতো
তোমার মুগ্ধ চোখে আকাশের ছায়া খেলে যেতো।
অরুন্ধতী রোহিনীর মায়া নেচে যেতো।
আমারও ঢের ছিলো হরিণ চপলতা
ছিলো রূপটান উপটান আলতা সুবাস।
কিছু কিছু দিন ছিলো
আনকোরা বাসরের মতো
কিছু কিছু ক্ষণ ছিলো
কোজাগরী জোৎস্নার মতো।
কে যে কখন হলাম অন্ধ কানা বোবা।
আকাশের রঙ তাই বিফল প্রয়াস
সুরেলা কথাগুলো তাই
কর্ণকুহরে ঢালে অমিয় গরল।
কে যে প্রথম ভালোবাসা গিয়েছি ভুলে
কখন যে সমূলে বিনাশ ওই বেহুলা বাসর।
তবু কেন মন কাঁদে পিছনের দিন মনে করে।
পথে পথে স্মৃতি গুলো কেঁদে ফিরে দুঃখ জাগানিয়া।

২. এ শহর আমার নয়

এ শহর আমার নয়
এ পথও আমার নয়
বৃথাই এপথে চলি
এ শহর আপন বলি।
এইসব গাছগাছালি
এইসব রূপালি আলো
হয়তোবা ধুরমার বরষা
আচমকা ধনুকবাঁকা রঙধনু
এসবই অন্যকারো।
এইসব অপরিচিতের মেলা
কিছুই আপন নয়।
কেন তবে এই কারাবাস
এইসব কালাপানির নির্বাসন।
এজীবনই কি আমার বলো?
কেবলই ভ্রম হয় আমার বলে
আসলেই কে আমার
আমিই বা কার।
চারপাশের সবই অচেনা।
এশহর আমার নয়।
এই গান টুংটাং
এইসব মন্দিরার ধ্বনি
এইসব সেতারের ধূন
নিশুতির এইসব অজানা কুজন
অচেনা সুবাসের এইসব পুষ্প পত্রালাপ
এইসব আমার নয়।
এশহর আমার নয়।

৩. বীর পিতা

শতবর্ষ আগে এই সবুজ দেশে
জন্মেছিলো এক সবুজ প্রাণ
জন্মেছিলো এক বীর শিশু
এক স্বপ্নের কারিগর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এই ক্ষুদিরামের দেশে
জন্মেছিলো এক তাজা প্রাণ
গেয়েছিলো ভাষার গান
করেছিলো পণ
স্বাধীন হবে সোনার বাংলা।

প্রতিজ্ঞা ছিলো অটল
টেকনাফ থেকে তেতুলিয়া হবে
আমাদের আবাস ভূমি
সুজলা সুফলা শস্য শ্যামলা
সুন্দরবনের এক সুন্দর দেশ।

রক্তের স্রোতে সাঁতরে
আমাদের কুলে এনেছিলো।
দিয়েছিলো প্রাণ আমাদেরই শঠতার কাছে
বীর কি মরে? মরণেও বেঁচে থাকে চিরতরে।
তুমি জন্মেছিলে হে বীর পুত্র তাইতো জন্মাল এই দেশ।

৪. আমি ও আমার মা

আমি যুদ্ধ দেখিনি
দেখেছে আমার মা।
কেমন রক্ত নদী পার হতে হয়
কেমন দিন গুলো কঠিন অমানিশায় ডুবে থাকে
সুনশান সব মরণের রাত।

আমি স্বাধীনতা দেখিনি
দেখেছে আমার মা।
কেমন অবেলায় তার নোলক হারিয়ে গেলো
ছিন্ন হলো শাড়ির আঁচল
হারিয়ে গেলো ভিটেমাটি স্বপ্ন সকল।

আমি বিজয় দেখিনি
দেখেছে আমার মা
এক গহীন অন্ধকার প্রকোষ্ঠ থেকে
এক বিজাতীয় ভ্রণের ধুকপুক থেকে
কিশোরীর বুকভাঙ্গা আর্তনাদ থেকে।

তবে স্বাধীনতায় আমি পেয়েছি
এক দত্তক পরিবার
বিভূঁইয়ের এক আপ্লুত ভালোবাসা
আমার মা পেয়েছে বীরাঙ্গনা খেতাব
আর সনদপত্রের এক বীর পিতার নাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Exit mobile version