Site icon Shaili Tv

পুণ্য করে পূর্ণ করো / খালেছা খানম

একটা সময় আমিই ছিলাম; তোমার অগ্রগণ্য,
এখন তোমার মনের ঘরে বাস করে এক অন্য।

একটা সময় আমায় নিয়ে হতে তুমি ধন্য,
এখন তোমার হয়না সময় এই আমারি জন্য।

একটা সময় খুঁজতে আমায়, হয়ে তুমি হন্য,
এখন আমি তোমার কাছে অতিব নগণ্য!

একটা সময় আমিবিহীন, তোমার ভুবন শূন্য,
বলতে তুমি আমিই তোমার পবিত্রতা- পুণ্য।

এসো আবার এই জীবনে থেকো না আর বন্য
পুণ্য করে পূর্ণ করো, হও আবার অনন্য!!

Exit mobile version