বাড়ি সাহিত্য কবিতা প্রার্থনা / গোফরান উদ্দীন টিটু কবিতাচট্টগ্রামদেশসাহিত্য প্রার্থনা / গোফরান উদ্দীন টিটু গোফরান উদ্দীন টিটু প্রকাশিত : মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ ৯:২৫ পূর্বাহ্ণ 440 তোমার দয়ায় তোমার মায়ায় বেঁচে আছি প্রভু জরাজীর্ণ জীবন এখন জ্বরেই জবুথবু। করোনা ঝড় দাও থামিয়ে ওগো দয়াময় ভালোবাসায় দাও বাঁচিয়ে না পাই যেন ভয়। খেলার মাঠে খেলব শুধু পড়ার ঘরে পড়বো নতুন করে আবার জীবন না হয় শুরু করবো। সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো আজিজ রাহমান, ইসমাইল জসীম ও কানিজ ফাতেমার কিশোর কবিতা / আহমেদ মাওলা শিশির / বাসুদেব খাস্তগীর অবচেতন মনে / লিপি বড়ুয়া