প্যালেস্টাইনের বুক বিদীর্ণ করা কালো ধোঁয়া
এই মুহূর্তে পৃথিবীর আকাশে ভাসছে হাহাকার নিয়ে।
এই গ্রহের মানুষ আজ বধির-অন্ধ,
মানবিক বোধহীন কিছু হিংস্র মানুষ রূপী হায়েনার
লোভাতুর আগ্রাসনের থাবায় বিপর্যস্ত মানবতা ভীষণ।
এই কান্না মহান স্রষ্টার আরশে পৌঁছে দিক ফেরেশতারা!
এক খণ্ড স্বাধীন ভূমির আজন্ম দাবীতে সোচ্চার
লক্ষ অসহায় মুসলমান নারী-পুরুষ-শিশু- কিশোরের
মুখে হাসি, বুকে প্রতিবাদ নিয়ে ঢল নামানো
শহীদী মৃত্যুর আকাঙ্ক্ষায় বলীয়ান দৃপ্ত মনোবলে
বিস্ময়ে বিমূঢ় হই, হই স্তব্ধ!
বিধ্বংসী মারণাস্ত্রের স্ফুলিঙ্গে ঝলসানো ধ্বংসস্তুপে
সবুজ পতাকা মোড়ানো সাদা কাফনে সহস্র লাশের সারি,
পুতুলের মত শিশুর নিস্পাপ মৃত মুখে হাসির ইশারা ….
পরিবারের রক্তে স্নাত এইমাত্র অনাথ হওয়া
বেঁচে যাওয়া শিশুটির বেদনায় নীরব ভয়ার্ত কান্না….
মৃত সন্তানদের বুকে আছড়ে পড়া জনক-জননীর আর্তনাদ
আধখাওয়া রুটি হাতে ধ্বংসাবশেষে বসা শিশুটির
আকাশে মেলে দেওয়া অবাক বোবা দৃষ্টি
অভিশাপ হয়ে ঘোরে বিবর্তিত আধুনিক অভিশপ্ত সভ্যতায় ।
কেউ নেই পাশে, তবু ওদের ভয়হীন মিছিলের বিশ্বে
সাহসী প্রতিবাদের ঘাটতি নেই …
নেই কাঙ্ক্ষিত স্বাধীনতার আকাঙ্খার কমতি …।
বিশ্বের পরাশক্তির করাল গ্রাসে শক্তির প্রদর্শনে
লুণ্ঠিত প্যালেস্টাইন আজ, লজ্জিত সভ্যতা!
সদা হাসিমুখের ইয়াসির আরাফাতকে মনে পড়ে?
লাল সাদা রুমাল প্যাচানো মাথায় শুভ্র পোশাকে
একজন ইয়াসির আরাফাত ছিলেন
স্বাধীন প্যালেস্টাইনের স্বপ্নের জনক …
স্বপ্ন দেখিয়েছিলেন তিনি, বীজ বুনে গিয়েছিলেন
লক্ষ ফিলিস্তিনীদের অন্তরে সেই আজন্ম যোদ্ধা,
তথাকথিত আন্তর্জাতিক সমর্থন লাভে ছুটেছেন আজীবন।
তেমনই একজন ম্যাগনাকার্টা প্রয়োজন আবার আজ
পরাধীন গাজা উপত্যকায়…
হ্যামিলনের বাঁশিওয়ালার মত অদৃশ্য কেউ একজন আসুক
জীবাণু আক্রান্ত অসুস্থ বিশ্বের সমস্ত অদৃশ্য ভাইরাসকে
তার বাঁশির সুরে টেনে নিয়ে যাক পিশাচ রূপী প্রতিটি প্রাণে
ওদের সিল মারা বিবেকে জাগ্রত করুক মহান স্রষ্টা ভীতি…
হায় প্রিয় প্যালেস্টাইন, তোমার জন্য প্রার্থনা ।
সহস্র কোটি মাইল দূর হতে ক্ষুদ্র এক হৃদয়ের সকরুণ
অশ্রুতে জায়নামাজ ভেজে সিজদায় …
প্যালেস্টাইন ঝাঁঝরা করা পোড়া ধোঁয়ার আহাজারিতে
রাব্বুল আলামীনের আরশ ভরে যাক,
সাহায্য আসবেই তাঁর তরফ থেকে সুনিশ্চিত
স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি অপেক্ষায় আছে,
তিনি অবশ্যই অবলোকন করছেন সব ।