Site icon Shaili Tv

প্রেমে পড়া / বিজয় কুমার ধর

আমাদের সেই সময়…..
তৃষ্ণার্ত অপেক্ষা…
তোমাতে আমাতে ডুবন্ত
প্রেমের রাজ্যে কাব্য ভাবনা…

বাতাসের অনুভূতি আর বৃষ্টির পরশ
তোমাতে আমাতে ডুবন্ত সময়
ভেসে যাক, আপাত
পথ আর পথিকের চিরায়ত বিশ্ব।

ঢেউের পরে ঢেউ তার’পরে
অসীমের দৃশ্যপট
ঘোমটা পড়া অবয়ব
আর ডুবন্ত কবি পায়
তোমার একজোড়া চোখ।

একঘেয়ে শহর কিংবা এক সমুদুর
জ্ঞান বৃক্ষ বই,
বন্ধুত্বের আহবান নিয়ে আর কিছু নয়
শুধু তোমার পথ চেয়ে রই।

সেই পথে অনন্তকাল ধরে
আজও ঘুরে বেড়াও
কবির কবিতা হয়ে….

Exit mobile version