Site icon Shaili Tv

ফাঁকি

আমি কষ্ট কিনেছি এক তোলা,
অবাধ্য লুকোচুরি করে।
ফাঁকি দিতে দিতে, কখন নেমে গেছি আমি,
আলো থেকে অন্ধকারে।
যত করেছি তাল বাহানা,
তাতে যতছিল ভুল নমুনা।
সময়কে করেছি অকাজে গল্পে,উদ্যত রসনা,
হাওয়ায় মেশানো যত উদ্ভট কল্পনা।
এখন পিতা মাতা রেগে কষ্টে,
আগের মত কথা বলে না।
পাড়া পড়শী স্বজন এখন,
আগের মত কাছে ডাকে না।
পারা না পারার কোন কিছুতেই,
এখন কেউ কাজে লাগায় না।
ফেলে আসা সময় এখন,
ক্ষমা করে না।
এমন দেখে এখন কাটে সময়,
আপচোষে ভরা।
দুয়ারে কড়া নাড়ে,
হতাশা জ্বরা।
এই কষ্ট উপড়িয়ে এখন,
ফিরাই প্রাণের গতি।
দেখি মানুষ হবার বিশ্বে নানা পথ,
দেখি আলোর জ্যোতি।
শিক্ষার কোন বয়স নাই,
নাই সংকোচ লজ্বা ভয়।
জাগ্রত হোক ঘৃণা উৎখাতে,
সুখ্যাতি সুফলের জয়।

Exit mobile version