আমার কবিতার ভাঁজে ভাঁজে
সযত্নে লুকায়িত তোমার ভালোবাসা
আবেগটা যেন শুধু তোমারি জন্য তুলে রাখা ।
তুমি কি টের পাও তার অস্তিত্ব?
আমার সারাটা সন্ধ্যা জুড়ে
সাঁঝবাতির আলোর ফাঁকে
কেবলই তোমার আনাগোনা
তুমি কি বুঝতে পার?
গভীর অন্ধকারে জোনাকির আলোয়
আজো খুঁজে বেড়াই তোমার মায়াময় ছোঁয়া,
তোমার সাথে অজানা ঠিকানায় হারিয়ে যেতে
মন ব্যাকুল হয়ে ওঠে
তুমি কি অনুভব করো?
হয়তো তোমার ভাবনার আকাশে আমার
নেই কোনো পদচারণা,
তবু ও আমি আশার আলো জ্বেলে
অসীম শূন্যতায় তপ্ত হৃদয়ে
তোমার ফিরে আসার প্রহর গুনি।
তুমি অভিমান করে দূরে আছ জানি
মন কখনো গাণিতিক হিসেবে চলে কি?
মন সেতো অজানা স্বপ্নে অন্ধ আবেগে ভালোবাসায় হয় মাখামাখি ।
কখনো কখনো হার মানতে হয়
মনের এমন অনিয়মের কাছে,
সমস্ত অভিমানের পাহাড় ডিঙিয়ে
ফিরে এসো রাঙা সকাল হয়ে।