ফুলের সাথে বসি যখন
বললো হেসে ফুল,
তোমার আছে চাঁদের আলো
হালদা নদীর কূল।
হালদা নদীর জলের কোলে
মাছের ডিমের বাস,
জলের বুকে নৌকা – জালে
করো পোনার চাষ।
পাখির সাথে বসি যখন
বললো হেসে পাখি,
তোমার আছে সবুজ পাহাড়
কিচিরমিচির ডাকি।
ফুল পাখিদের সাথি করে
গেলাম সাগর তীরে,
হাতছানিতে কাছে ডাকে
লক্ষ ঢেউয়ের ভিড়ে।