প্রমত্ত সাগরের ফেনিল জলরাশি
আঁচড়ে পড়ছে বালুকায়।
সূর্যটা সাগরে ডুবছে সমস্ত আলোক নিঃশেষ করে
ঠান্ডা হাওয়ায় উড়ছে ভেজামন।
নোনা জলের এ কেমন নেশাতুর আলিঙ্গন?
শেষ হলো কি তবে একটি দিনের আয়োজন।
ধীরে ধীরে এগিয়ে আসছে সন্ধ্যার কুহেলিকা
সাগরের উত্তাল ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে
স্বপ্ন, দুঃস্বপ্ন, আবেগের গল্পগুলো।
নীরব নিস্তব্ধ হয়ে ঢেউ গুণছি
জীবন হিসাবের খাতা খুলে
না পাওয়ার ব্যথা ভুলে।
কখনো হাসছি সুখে কখনো কাঁদছি দুঃখে
সাগর বলে দুঃখগুলো ভাসিয়ে দাও
সুখগুলো নাও লুটি।
আমার আছে দুঃখ রাখার অনন্ত জলরাশি।
সাগর আকাশ যেন দুরন্ত আবেগে মাখামাখি
উদাস হয়ে কেবল আমি প্রেমের ছবি আঁকি।
কোনটা বেশি দামী?
আকাশের উদারতা নাকি সাগরের গভীরতা
মনে হয় যেন দুজনের সীমারেখা হার না মানা।
জলের উপর বসত যেন জলে পাগলপারা
ওষ্ঠে আমার কাঁপন তোলে দুষ্ট মিষ্টি হাওয়া।
ছুটছে তরী প্রবল স্রোতে
অনাদিকালের নিয়মের সাথে।
আমিই কেবল দাঁড়িয়ে তীরে
শীতল পরশে ঢেউ ভাঙা জলের পরে।