পিতা তুমি তেজোদীপ্ত
সূর্য়ের মত জ্বলজ্বলে
মাতা তুমি সুস্নিগ্ধ চাঁদ
শীতল আলো প্রতিপলে।
কারার আঁধারে পিতা যতবার
হারিয়েছেন স্বপ্ন আশা
মাতা ততবার জোনাক হয়ে
দেখিয়েছেন পথের দিশা।
পিতার দরাজ বুকে যখন
শত্রু হানতো আঘাত
ঢাল হয়ে মা এক নিমিষে
বাড়িয়েছেন দু’হাত।
বুকের রক্ত দিয়ে যখন
পিতা লিখতেন কবিতা
তখন মাতা স্বাধীন বাংলার
শ্বাশত এক সবিতা।
পিতাকে ভেবে উদ্ভাসিত
আজ শ্যামল বঙ্গভূমি
মন মননে বোধের গভীরে
মিশে আছো মাতা তুমি।