বছর ঘুরছে বারে বারে ফিরে আসে রমজান
চাঁদের উজালা যেন মাস জুড়ে আনন্দ অপার,
সিয়াম সাধন মাসে ভালো কাজে আল্লাহ ভক্তরা
আনন্দের সাথে কত স্বজনেরা মুখোমুখি হয়।
ইদ এল ইদ এল
ছোটো বড়ো আনন্দ সবার
আনন্দের জয়গান নিয়ে মেতে উঠে পরিবার,
ইদের জামাত শেষে কোলাকুলি স্বজনের খোঁজ
ইদের সালামি পেয়ে মন নাচে করে ডগমগ।
কোরমা পোলাও সাথে রান্না হবে হরেক রকম
আয়োজন চলে ঘরে ঘরে বন্ধু হাজারো স্বজন,
আনন্দের নেই কোন খামি যেন আজকের দিনে
ফিরে ফিরে দিনমন চলে যায় বাহারি ঢঙে।
উদাসীন পথশিশু অপারগ আনন্দ অভাব
বস্তিবাসী খেটেখুটে দিন রাত মূল্য নেই তার
অবাক বিস্ময় চোখে নিরাশার আলো জ্বেলে থাকে
তাদের আশার তরি অজানায় কাঁপে সারাক্ষণ।
ইদ আসে মনে যেন বাসা বাঁধে খুশি বাজে প্রাণে
উঠবে নতুন চাঁদ আশা বয়ে আনুক আবার ,
ধনী লোকেদের ঘরে আজ কত ফিরনী পায়েস
আনন্দের খুশি মন আমাদের ইদুল ফিতর।