Site icon Shaili Tv

বনের পাখি মনের পাখি

যখন আমি ভোর সকালে জানলা খুলে রাখি
পায়রা, ঘুঘু, শালিক টুনির ভীষণ ডাকাডাকি।
দারুণ সুখে উড়ে বেড়ায় ফুরফুরে মন নিয়ে
চোখ রাঙালে হঠাৎ পালায় একটি দুটি টিয়ে।
হাঁসের ছানা বেড়াল ছানা রসুই ঘরে দিচ্ছে হানা
বাঁধনহারা ছুটছে তারা শুনছে নাতো কোনো মানা
সরষে ক্ষেতে ভাসতে থাকে হলদে পাখির ডানা
ফর্সা হলে আকাশ জুড়ে আলোর শামিয়ানা।
নদীর পাড়ে বাঁশের ঝাড়ে সাপের আনাগোনা
তাইনা দেখে যায় লুকিয়ে কুনো ব্যাঙের পোনা
ধানের সবুজ শিষের বাঁকে শিশির ঘুমায় চুপ
ঘুম ভাঙানি বাতাস এলে গড়িয়ে পড়ে টুপ।
ছড়ার পানি অনেকখানি গড়ায় যখন ঝিলে
শিকার ধরার লোভে তখন মাছরাঙা আর চিলে
ঘাপটি মেরে তাকিয়ে থাকে চক্ষু দুটি মেলে
ছোঁ মেরে নেয় মাছটি তুলে একটু সুযোগ পেলে।
হাওয়ার সাথে ডিগবাজি খায় কোন সে বনের পাখি
দৃষ্টি মেলে এক নিমিষে তাইতো চেয়ে থাকি।
আমার এ মন চায় সারাক্ষণ খেলবো তাদের সাথে
তাই প্রতিদিন ডাক দিয়ে যাই চোখের ইশারাতে।

Exit mobile version