তোমার সাথে এখন আর কোনো প্রেমের সম্পর্ক নেই।
যা আছে তা নেহায়াতই সৌজন্যবোধ।
দেখা হয় কিংবা হয় না, কথা হয় কিংবা হয় না
ছোট চিরকুটগুলোর উত্তর থাকে তো থাকে না।
কারণ তোমার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।
দেখা হবে, কথা হবে, হবে হালকা কোনো যোগাযোগ
কিন্তু সেই আগের তুমি কিংবা আমি এর ঘ্রাণ এক থাকবে না।
আগের সেই মায়ার হৃদয় সুতার টানে মোচড় দেবে না বুকের বাঁ পাশ।
কারণ এখন তোমার সাথে আমার আর কোনো প্রেমের সম্পর্ক নেই।
হয়তো আবার দেখা হবে, কথা হবে, যাওয়া হবে দূর কোনো আনন্দ ভ্রমণে।
কিন্তু আগের সেই চোখের তারায় ভাবের আদান-প্রদান হবে না।
গায়ের সেই পরিচিত ঘ্রাণের নেশা তাড়া করবে না কাউকে।
কিন্তু হঠাৎ, একেবারেই হঠাৎ কোনো নির্জন সময়ে
দুজন কাছাকাছি আসতেই হয়তো ভুলেই যাবো ক্ষণিকের জন্য,
এখন আমাদের আর প্রেমের সম্পর্ক নেই।