Site icon Shaili Tv

বরষা ভালবাসি/ রূপক কুমার রক্ষিত

গ্রীস্মের প্রখর প্রদাহ শেষে
বর্ষা দেয় বৃষ্টির বার্তা,
জলের রঙে রাঙায় ধরণী
শুষ্কতায় আনে সজীব মাত্রা।
তুমুল বর্ষায় ফেঁপে উঠে জল
চারিদিকে রাশি রাশি,
ঘরবাড়ীসব ভাসিয়ে নিয়ে যায়
প্লাবন সর্বনাশী।

অনাবৃষ্টি আর খরায় যখন
সুখস্বপ্ন ভেঙে পড়ে,
অনবদ্য এক সম্ভাবনা তখন
দাঁড়ায় বর্ষার দুয়ারে ।
এক পদপাতে সৃজনের প্রাচুর্য
অন্য পাতে তা-ব ধ্বংসের,
অন্তহীন অবিরাম সংহার রূপে
ভয়ে আতঙ্ক মানুষের।

প্রকৃতির মাঝে সতেজ সুবাস
মায়াবী আদুরে উচ্ছ্বাস,
সবুজের গায়ে সবুজ ছড়ায়
কাননে মহাউল্লাস।
দুর্যোগে দুর্যোগে আঘাত হানে
জীবনে আনে স্থবিরতা,
মহামারীগুলো ছড়িয়ে বিষিয়ে
দেখা দেয় বিষণ্নতা।

একদিকে দেখি আশীর্বাদ অপার
নব পল্লবে নব চেতনা,
ব্যাকুল প্রাণের আকুল চেতনায়
জাগে সুন্দরেরর বন্দনা।
শীতলতা আনে আদ্র মমতায়
তৃষিত হৃদয়ের উত্তাপ,
শিহরণে হৃদয় শিহরিত হয়
দু:খীর দুঃখে বাড়ে অনুতাপ।

নিথর স্তব্ধ তৃণে জেগে ওঠে
সতেজ প্রাণের হিল্লোল,
অনাবিল সৃষ্টির শ্যামল শোভায়
হৃদয়ে আনন্দ কলরোল।
এক চোখে দেখি বেদনার অশ্রু
অন্য চোখে তৃপ্তির হাসি,
অতি আদর আর অনন্ত বেদনার
বরষা ভালবাসি।

Exit mobile version