তখন প্রার্থনায় ছিলেম, বৃষ্টির প্রার্থনায়
কতদিন পরে এলে বর্ষা হয়ে
এলে শুষ্কপ্রাণের মধুর ধারা হয়ে
বর্ষা জলে হিজলের আবছায়ায় প্রথম প্রেমের কবিতার মতো
প্রাণের স্পন্দন হয়ে এলে
সেই অতল বর্ষণে আমি ডুবে আছি
ডুবে আছি গভীরে কূলকিনারা নেই যার
আহা! বর্ষা ভালোবাসার
একটু স্পর্শেই সঞ্জীবনী সুধার মতো
উজ্জীবিত জীবনের গান
সব দুঃখ তাপ ধুয়ে ধুয়ে যায় বর্ষায়
চোখের জলের বর্ষার সাথে একাকার…