জীবনের প্রতিটি দিনেই চেয়েছিলাম
একটা নির্ভরতার শক্ত হাত,
অনেকগুলো বসন্ত একা পার করে
আজ আমি বেশ ক্লান্ত।

প্রথম যৌবনের মনের রং ছিলো
টকটকে আলো ছড়ানো লাল সূর্যের মতো।
আস্তে আস্তে বসন্তের পর বসন্ত চলে গেলো চোখের সামনে।

মন যেন নেশা জাগানিয়া,
যে -প্রতি বছর জীবনকে দেখছে ;
সেই তো বুঝতেই পারেনি,
যৌবনে এবার ভাটা এলো।

বসন্ত গুলো ফিকে হয়ে আসছে ক্রমান্বয়ে,
কেমন যেন ধূসর বর্ণ ধারণ করলো।
আরো কিছুদিন পরে হয়তো প্রতিটি বসন্তের রং আরো ফ্যাকাশে হয়ে যাবে।

ভোরের শিশিরের মতো থাকবে না
সৌন্দর্য, সতেজতা, আর মিষ্টি পরশ,
এমনকি! জীবনের গাছে আসবে না আর সুন্দর সবুজ পাতার সমাহার।

না পাওয়ার চেয়ে পাওয়ার আশায়
না হয় থাকলাম বেঁচে।
ধূসর বসন্তের মাঝে স্বপ্ন বুনি
না হয় আরেকবার।

ছাই রং থেকে আরেকবার রাঙাতে চাই,
বসন্তের সময়ে শুধু নয়,
জীবনের প্রতিটি মূহূর্তগুলোকে
টকটকে লাল রঙে।