Site icon Shaili Tv

বসন্ত বিলাস / লিপি বড়ুয়া

স্পর্শ আর সৌন্দর্যের ডালি নিয়ে
প্রকৃতিতে বসন্তের আগমন
কবির কাছে বসন্ত ঋতুরাজ,
ভাবুকের চোখে এ ঋতু যৌবনের
দক্ষিণা মলয়ে বসন্তের আগমনী সুর বাজে।
শীতের পাতাঝরা বৃক্ষরাজি এতদিন যেন
দাঁড়িয়ে ছিল বিগত যৌবনা বৃদ্ধার মতো।

বসন্ত এসে তাদের দান করেছে যৌবনের উন্মাদনা।
মৃতপ্রায় নগ্ন ডালে আসে নতুন পাতার আশীর্বাদ
চারিদিকে পুস্প মঞ্জরির সমারোহ।
ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহুতান
পাপিয়ার পিউ পিউ ডাকে প্রকৃতি মুখরিত।
শীতের জীর্ণতা ভেঙে
জাগ্রত বসন্ত, প্রকৃতি নবরূপে।

হাতটা বাড়িয়েছি সবুজ পাতার ভীড়ে
রঙিন ফুলের টানে,
প্রজাপতির উচ্ছল নৃত্য চোখ জুড়ে
আঁকছে স্বপ্নের ক্যানভাসে রঙিন ছবি।
চন্দ্রমল্লিকার রূপে রাঙিয়েছি নিজেকে
রিনিঝিনি চুড়িতে আলতা রাঙা পায়ে
এলো চুলের দোলায় দুলছি।

হলুদ শাড়িতে শর্ষে ফুলের কানে কানে
গল্প কথার জাল বুনছি।
শীতে ম্রিয়মাণ প্রকৃতি বসন্তের জাদুময়ী ছোঁয়ায়
হয়ে উঠেছে প্রাণবন্ত।
চারিদিকে বসন্তের জয়ধ্বনি
কবির কাব্যে,প্রেমিকের হৃদয়ে
বসন্ত বিলাসী অনুভব।।

Exit mobile version