ঝরবে কখন অঝোর বৃষ্টি
কাছে ঝাপসা আমার দৃষ্টি।
যাচ্ছে ভিজে সকল গাছ
নাচছে জলে তাথৈ মাছ।
শিশুরা ভিজছে বিরামহীন
মেঘবিজলি বাজায় বীণ।
প্রিয়তমার চোখের জলে
কালো হরিণ ওই কাজলে।
বহুদূরে বাজছে বাঁশি
কদমতলায় ফুটবে হাসি।
ঝরবে কখন অঝোর বৃষ্টি
কাছে ঝাপসা আমার দৃষ্টি।
যাচ্ছে ভিজে সকল গাছ
নাচছে জলে তাথৈ মাছ।
শিশুরা ভিজছে বিরামহীন
মেঘবিজলি বাজায় বীণ।
প্রিয়তমার চোখের জলে
কালো হরিণ ওই কাজলে।
বহুদূরে বাজছে বাঁশি
কদমতলায় ফুটবে হাসি।