Site icon Shaili Tv

বাঘটা / অরুণ শীল

বাঘটা ছিল নাদুসনুদুস
কী বাহারি চলন দলন!
কিন্তু সে কি ভুলেই গেছে
হালুম হুলুম বলন টলন?
ভাবতে ভাবতে খাঁচার দিকে
যেই গিয়েছি হনহনিয়ে
ওমা! সেকি বিকট হা-লু-ম
ছুটলো বাতাস গনগনিয়ে।

থাকবে হালুম সোঁদরবনে
বন-বাদাড়েই তাকে মানায়
কোন দুখে সে সুরুৎ করে
ঢুকলো এসে চিড়িয়াখানায়?

বাঘটা ছিল ছড়ার মতো
কী সুন্দর দেখায় খেলা!
বাঘটা যেন বেড়ালছানা
করছে তাকে সবাই হেলা!
দেখে কেমন হচ্ছে মায়া
ডাকছে না সে হালুম হালুম
হয়তো মনে কষ্ট ভারি
করতে পারে কে তা মালুম?

বাঘ থাকবে বাঘের মতো
সোঁদরবনে কেওড়া ঝোপে
কোন পাপে সে ঢুকলো এসে
সার্কাসের এই ঘেরাটোপে!

বাঘটা ছিল বাঘের মতো
দেখলে হঠাৎ বুকটা কাঁপে
তরতাজা আর কী সাহসী!
খাল পেরুলো একটা লাফে।
কায়দা মতো ঝুপুস করে
ধরলো হরিন এক থাবাতে
টিভির পর্দা উঠলো নড়ে
হরিণটা কী হাড়হাভাতে!

বাঘটা ছিল বাঘের মতো
বাঘটা যদি আমার হতো!

Exit mobile version