বেনোজলে ভেসে ভেসে হলো আজ সবই যে শেষ
তাসের ঘরের রইলোনা আর কোন চিহ্ন কোন রেশ
ভেসে গেলো হায় সাজানো সংসার
সব হারিয়ে ডুবতে ডুবতে ভাবছি পরপার
ত্রাণ শিবিরে প্রথম মেলে চোখ
আতিপাতি খুঁজি সব প্রিয়মুখ
হাজারো মানুষ সব হারিয়ে সবে
চোখের কোণে জলের ধারা মন কাঁদে নীরবে
নিকোনো উঠোন, গরুর খামার, হাঁসমুরগীর ঘর
হাওরের জলে ভাসিয়ে নিলো ঢেউ প্রলয়ঙ্কর
চারিদিকে জল থইথই, থইথই হাহাকার
রাক্ষুসে স্রোতে মিলেমিশে সব সীমানা একাকার
কোরবানির হাটে গরুটিকে বেঁচে কিনবো বউয়ের শাড়ি
ছেলের শার্ট আর মেয়ের জন্য লালজামা, রেশমি চুড়ি
নিমিষেই মুছে গেলো স্বপ্ন আমার সব
ত্রাণ শিবিরে হাত পেতে আজ করি ঈদ উৎসব
ঈদের জামাতে হাত তুলে মোনাজাত আজ করি
আবার জাগবে কিশলয়,আবার বাঁধবো ভিটেবাড়ি
উঠোনে আমার ছড়াবে আবার নতুন ধানের সৌরভ
আবার হাসবো, ঈদের কোলাকুলিতে রবে প্রাণের বৈভব…