Site icon Shaili Tv

বিজিত / সাদিয়া আফরিন

আমার গোপন ইচ্ছেরা ভেসে যায়
বাস্তবতার অপার স্রোতে।
প্রতি রাতে স্বপ্নগুলো ফিরে
বালিশের কাছ থেকে,
শিশির বিন্দু হয়ে মিলিয়ে যায়
ভোর হবার অনেক আগে।
কথাগুলো শব্দহীন এলোমেলো
ভেসে বেড়ায় মনের ইথারে
কবিতারা ছন্দহীন
ঘুরপাক খায় ভুল শহরে
কষ্টগুলো জমতে থাকে
দীর্ঘশ্বাসের উষ্ণ প্রসবনে,
কান্নাগুলো জড়ো হয়,
নদী হয়ে চোখের কোণে।
ব্যথার নিবিড় উচ্ছ্বাস,
মুখ লুকায় আবেগের মহা-উৎসবে
বেদনারসূখ জাগে অযাচিত মায়ায়,
বিকেলের কমলা রোদে
তবু তোমাকে পাওয়ার অদম্য ইচ্ছেরা
জাগে গোপনে….
অলক্ষ্যে আমার মনে।

Exit mobile version