কবে কোন ক্ষণে হয়েছিল শুরু
একসাথে পথ চলা,
পথে যেতে যেতে পথেই থেকে
ফুরাল আনন্দ বেলা।

গভীর যতনে রয়েছ হৃদয়ে
কেমনে জানাব বিদায়,
নিয়মের চলা মানে না তো মানা
নিয়তির কাছে অসহায়।

দিনে দিনে কত ভাব বিনিময়
বাড়ে স্মৃতি মধুময়,
সবি তার আজ নীরবে কাঁদে
বেদনায় ভেবে সে সময়।

সুখে দুখে কত হয়েছে কথা
রয়েছে কিছু না বলা,
তুমি হারা পথে একা আছি যেন
থেমে থেমে পথ চলা।

অনুভূতি সব দেখি নিথর নিরস
নেই কোন চঞ্চল রেশ,
আলোর মিছিল আজ আলো-আঁধারী
অন্তরে যাতনা অশেষ।

আনন্দ হাটে আাবার মিলব তবুও
মন যে কাঁদে বেদনায়,
হাসিমুখে কেঁদে আগামীর আশে
আজকে বন্ধু বিদায়,
বিদায় বন্ধু বিদায়।