Site icon Shaili Tv

বিবর্ণ সময়/ লিপি বড়ুয়া

নিঃশ্বাসটাও যেন ভারী আজ
কল্পনা শক্তি বড্ড নাজুক,
বাতাসটাও যেন বিষাক্ত বায়ু ছড়াচ্ছে
কিছু লিখব তাতেও নেই ধ্যান।
কী এক দুঃসহ যন্ত্রণায় কাটছে দিনরাত
হায় বিধাতা কবে সেরে উঠবে পৃথিবী?
কবে দেখব নতুন সকাল
কবে? কবে?
নীরবে নিভৃতে কাঁদে কোটি প্রাণ
মুৃক্তি চাই, মুক্তি চাই এমন দুঃসহ যন্ত্রণা থেকে,
আর নয় মৃত্যু আর নয় মৃত্যু!
উফ্ কত আর যায় সহ্য করা
সকলের এমন অসময়ে চলে যাওয়া!
বিধাতা এবার সহায় হও,
তোমার করুণাময় আশীর্বাদে
ধরনীরে করো শুদ্ধ শান্তিময়।

বার বার আশায় বাঁধছি বুক
এই বুঝি পৃথিবী জুড়ে নেমে আসবে সুখ,
রাত্রির নিস্তব্ধতা ভেঙে ভোর আসে
আলো ছড়ায় পৃথিবীময়।
মানুষের জীবন শুধু অন্ধকারে ডুবে রয়
বিবর্ণ সময় কবে রঙ ছড়াবে জীবনজুড়ে?
সকলে চাই সুস্থ পৃথিবী
সবার মাঝে বেঁচে থাকার তীব্র আকুতি।
হাঁসফাঁস করা জীবনের বোঝা আর বইতে চাই না
চাই মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনভাবে বাঁচার স্বাদ।
সবুজ পৃথিবীতে বুক ভরে নিব নিঃশ্বাস
হাসি আনন্দে বিমোহিত মনে থাকবে উচ্ছ্বাস।

Exit mobile version