Site icon Shaili Tv

বিমানের দোহা ফ্লাইট ৭ সেপ্টেম্বর থেকে

আগামী ৭ সেপ্টেম্বর হতে ঢাকা-দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বৃহস্পতিবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্যের জন্য বিমান ওয়েবসাইট, বিমান কল সেন্টার (০১৭৭৭৭১৫৬১৩-১৬) অথবা নিকটস্থ বিমান সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।
কোভিড-১৯ মহামারীর মধ্যে মার্চ থেকে বাংলাদেশ হতে বিভিন্ন দেশের বিমান চলাচল বন্ধ হয়ে যায়।
এরপর জুন থেকে কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে বিমান যোগাযোগ শুরু হয়।
বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন, দুবাই, আবুধাবি, চীন ও কুয়ালামপুরে সরাসরি ফ্লাইট চলাচল করছে।

Exit mobile version