সাতকোটি মানুষের ভালোবাসার কাঙাল ছিলে তুমি
চেয়ে দেখো আজ হাজার কোটি মানুষের ভালোবাসায় তুমি সিক্ত।
চেয়ে দেখো আজ অঝোরে কাঁদছে বাংলার আকাশ
কালো মেঘে ছেয়ে আছে বুকের বাঁ পাশ‌।
সূর্য ছিনিয়ে এনেছিলে বলে সেও শোকাতুর
অবনত মস্তকে জানায় কুর্ণিশ হয়ে তৃষ্ণাতুর।

তোমাকে যেদিন হত‍্যা করা হয়েছিল সেদিন গুমোট আঁধার নেমে এসেছিল পৃথিবীর বুকে।
সূর্য টা আড়াল হয়ে গিয়েছিল তীব্র লজ্জায়
যন্ত্রনায় ঝরে পড়েছিল বাগানের সব পলাশ,শিমুল।
বুলেটের আঘাতে ঝাঝড়া হয়ে যাওয়া তোমার বুকের রক্তে যেদিন ভিজেছিল তোমার সফেদ পাঞ্জাবী,
সেই দিন রক্তে লাল হয়েছিল বাংলার সবুজ।
ধানমন্ডি ৩২ নম্বরের সিড়ি বেয়ে গড়িয়ে যাওয়া এই রক্তের ধারা মিশে ছিল বঙ্গোপসাগরে।
বয়ে চলা পদ্মা, মেঘনা, যমুনার জল হয়েছিল কষ্টের লাল নদী।
তোমার রক্তে লাল হয়েছিল গোধূলির শেষ সন্ধ্যা।

তোমার বিশ্বাসের শরীর খুড়ে যারা তৈরী করেছিল প্রতারণার গুপ্ত সুড়ঙ্গ সেই সব বিশ্বাস ঘাতকের শির আজ লজ্জায় অবনত।
ধিক বাংলার সেই সব মিরজাফরদের,
ধিক সেই সব বেনিয়াদের।

তোমাকে হারানোর শোকে অঝোরে কেঁদে যায় বাংলার আকাশ, বাতাস, নদী, গিরি, কিষাণ, যুবা
সন্তান হারানো পিতা, বিধবা রমনী।
সত‍্যের চেয়ে অধিক সত‍্য বুকে ধারন করে তোমার শোকে মূচ্ছা যায় তারামনবিবি,সাকিনা বানু।
জীবিতের চেয়ে অধিক জীবিত তুমি
সদা বিরাজমান, চিরভাস্বর
তুমি মহান জাতির পিতা শেখ মুজিবর।