Site icon Shaili Tv

বিষাক্ত শহর / বনশ্রী বড়ুয়া

মেদহীন অভিশাপে মৃত্যুর ঘ্রাণ মাখে এক চিলতে শহর,
ক্রোধের পিঁচুটি রোমকূপে জন্মায় দাবানল,
অস্থির করে তোলে ধমনী,
দাহ্যসুখ পেরিয়ে যাবার আগেই ধসে পড়ে দালান।

মাটি পোড়া গন্ধে সবুজের বেদনায় অঘ্রাণে আজ মৃত্যুর মিছিল,
অনুতপ্ত বসনে তপ্ত খরার দহন।

শ্মশানে ছোটে ব্যথিত হিয়া,
রোদ্দুর শুকিয়ে বিক্ষুদ্ধ আকাশের নাভীমূলে আর কত বেপরোয়া ক্ষরণ?
পোয়াতি সূর্য অবসাদে নুয়ে,
প্রসব যন্ত্রণা আর কতকাল!
মখমল ঘাসে কেন ফিরে ফিরে আসে মৃত স্বজনের গন্ধ?

Exit mobile version