Site icon Shaili Tv

‘বিষয়ে বক্তব্যে আঙ্গিক-উপস্থাপনায় মাহবুবা চৌধুরীর কবিতা অসাধারণ’/ এম. কামাল উদ্দিন

শৈলী প্রকাশিত কাব্যগ্রন্থ ‘হাতের দু’ভাঁজে ঘুম’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মাহবুবা চৌধুরী লেখালেখিতে যেমন নিবেদিতপ্রাণ, তেমনি সাংগঠনিক কর্মতপরতায়ও খুবই সক্রিয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের যে কোনো সৃজনকর্মে তাঁর উৎসাহ ও অনুপ্রেরণা উল্লেখ করার মতো। জীবনের নানা দিক বিচিত্ররূপে উপস্থাপিত করেছেন কবি মাহবুবা চৌধুরী তাঁর কবিতায়। বিষয়ে বক্তব্যে আঙ্গিক-উপস্থাপনায় তাঁর কবিতা অসাধারণ। সোমবার শৈলী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক রাশেদ রউফ, কবি শিশুসাহিত্যিক আজিজ রাহমান, প্রাবন্ধিক নেছার আহমদ, কথাসহিত্যিক অধ্যাপক বিচিত্রা সেন, প্রাবন্ধিক অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, আবৃত্তিশিল্পী প্রকাশক আয়েশা হক শিমু, কথাসহিত্যিক মিলন বনিক, শিশুসহিত্যিক লিটন কুমার চৌধুরী, প্রাবন্ধিক গল্পকার রেজাউল করিম স্বপন, কবি-ছড়াকার মুকুল চৌধুরী, গল্পকার শিপ্রা দাশ, কবি চিত্রশিল্পী নাটু বিকাশ বড়ুয়া, মানবাধিকার কর্মী নবুয়ত আরা সিদ্দিকা, লেখক সংগঠক এস এম আবদুল আজিজ, মানবাধিকার কর্মী হেলাল চৌধুরী, সংগঠক এম কামাল উদ্দিন, শিশু শিল্পী আয়মান রউফ ও কবি মাহবুবা চৌধুরী। উল্লেখ্য, বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী উত্তম সেন, মুদ্রণ তত্ত্বাবধানে ছিল আইকো। বইয়ের মূল্য রাখা হয়েছে ১৭০ টাকা। বইটির বিশেষ কমিশনে প্রাপ্তিস্থান : আইকো, পূর্বদেশ বিল্ডিং (২য় তলা), কদমমোবারক বাইলেন, মোমিন রোড, চট্টগ্রাম। ঘরে বসে পেতে হলে যোগাযোগ : ০১৮১৮-০১৬৫৮০, ০১৭৪০-৯৯৪২৪৭।

Exit mobile version