এখন বুঝি আগের মতো
ভোরের শিশির কণার সাথে
সূর্যের বনিবনা নেই
এখন বুঝি স্বাধীনতার নীল চোখে
কেউ আর কাজল পরায় না
এখন বুঝি স্বাধীনতার কুটিরে
কেউ আর প্রদীপ জ্বালায় না
পাখিরা বুঝি উড়ে যাবে না
কাঙ্ক্ষিত নীলাকাশে
বৈরিতার ছায়া বুঝি ফুটে উঠবে
প্রকৃতির আঁচলে
আজ স্বাধীনতার মনো মানুষের ছায়ায়
ছিন্নভিন্ন অন্তর
স্বাধীনতা আজ পোকামাকড়ের বসতি
সত্যিই যেন ভুলতে বসেছে
স্বাধীনতার লাল সবুজের কীর্তি